সিনেমাটিতে ইসলামিক কোনো গল্পও নেই। ইসলাম নিয়ে কোনোরকম নেতিবাচক বার্তাও এতে দেয়া হয়নি। সেদিক থেকে বলা যায়, সিনেমাটির কোনো দোষ ছিল না। শুধুমাত্র ইসলামি শব্দ হওয়ার অপরাধে ইসলামিক উগ্রবাদীদের ভয়ে বদলে ফেলা হয়েছে বাংলাদেশের একটি সিনেমার নাম। সেটিও আবার সরকারি অনুদানের সিনেমা।
ঘটনাটি ঘটেছে পরিচালক রাখাল সবুজের সিনেমার সঙ্গে। সিনেমাটি আওয়ামী লীগ শাসনামলের ২০২২-২৩ অর্থ বছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পেয়েছিল। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে সিনেমার নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’।
বিভিন্ন গণমাধ্যমে পরিচালক বলেন, ‘পুলসিরাত’ নামেই অনুদান পেয়েছিলাম। কিন্তু এখন প্রিভিউ কমিটি থেকে বলা হয়েছে নামটি ইসলামিক শব্দের। তাই এটি পরিবর্তন করতে হবে।’
জানা গেছে, দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে ছবিটিকে সেন্সর দিয়েছে। আগামী কোরবানীর ঈদে সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে। তিনি মনে করছেন, এতদিন ছবিটি ‘পুলসিরাত’ নামে পরিচিত ছিল। হঠাৎ নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে। ‘পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের উপর একটি গানও রয়েছে সিনেমাতে।
‘সরদার বাড়ির খেলা’ সিনেমায় জুটি হয়েছেন শবনম বুবলী ও রোশান। সিনেমার গল্পটি প্রসঙ্গে নায়ক রোশান বলেন, ‘লাঠি খেলা নিয়ে সিনেমার গল্প। সেই খেলাকে কেন্দ্র করে একটি ছেলের জীবনের গতি পরিবর্তন হয়ে যায়।’
ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। রোশান-বুবলী ছাড়াও এ সিনেমায় শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ অভিনয় করেছেন। এটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান।