পাক-ভারত যুদ্ধের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিভিন্ন তারকা। যদিও বেশিরভাগ তারকা যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, তেমন কিছু তারকা যুদ্ধবিরোধী অবস্থানও নিয়েছেন। তবে বলিউডের সুপারস্টার শাহরুখ খান পুরোপুরি নিশ্চুপ ছিলেন। যুদ্ধবিরতির পরও এই পরিস্থিতি তার আসন্ন সিনেমার শুটিংয়ে প্রভাব ফেলতে যাচ্ছে।
শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা কিং এর শুটিং আগামী ১৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধবিরতি ঘোষণার পর কিছু স্পর্শকাতর বিষয় এখনও উদ্বেগের সৃষ্টি করছে। তাই নির্মাতারা শুটিং পেছানোর সিদ্ধান্ত ভাবছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পরিবেশ পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত কাজ শুরু না করাই শ্রেয় মনে করছেন তারা।
এদিকে, কিং সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। শাহরুখ খানের পাশাপাশি তার মেয়ে সুহানা খানও এই ছবিতে অভিনয় করছেন, যা তার বড়পর্দায় অভিষেক হতে চলেছে। সুহানার মায়ের চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, এবং আরও থাকছেন অভিষেক বচ্চন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধান্ত আনন্দ।
২০২৬ সালের শেষ দিকে ছবিটির মুক্তি দেওয়ার কথা থাকলেও শুটিং পেছানো হলে মুক্তির তারিখও পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। শাহরুখ খানকে সর্বশেষ ২০২৩ সালের ডাঙ্কি সিনেমায় দেখা গিয়েছিল, এবং একই বছরে জওয়ান ও পাঠান সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি।
এখন সবাই অপেক্ষা করছে, পাক-ভারত যুদ্ধের পর পরিবেশ শান্ত হলে কবে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত সিনেমার শুটিং, এবং মুক্তির তারিখে কোনও পরিবর্তন হবে কি না।