ফ্রান্সের কান শহরে আজ (১৩ মে) থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র উৎসব, কান চলচ্চিত্র উৎসব এর ৭৮তম আসর। তবে এবারের উৎসবে কিছু নতুন নিয়মের ঘোষণা দেওয়া হয়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবার থেকে কানে লাল গালিচায় নগ্নতা এবং অতিদীর্ঘ পোশাক নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্বের বড় বড় চলচ্চিত্র ও ফ্যাশন উৎসবগুলো কখনও নিজেদের অস্বাভাবিক আয়োজনের জন্য আলোচিত হয়। যেমন গত বছর গ্র্যামি অ্যাওয়ার্ডে মডেল বিয়াঙ্কা সেনসরি নগ্ন হয়ে লাল গালিচায় হাজির হন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। কানের লাল গালিচাতেও তারকারা নানা ধরনের জমকালো পোশাক পরেন, অনেকেই উন্মুক্ত বা স্বচ্ছ পোশাকও পরেন। ২০২২ সালে কানের লাল গালিচায় এক বিক্ষোভকারী নগ্ন উর্ধাঙ্গে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে এবছর কানে পোশাক সংক্রান্ত নতুন নিয়ম চালু করা হয়েছে।
কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, এবারের নিয়ম কান চলচ্চিত্র উৎসবের সনদ ও ফরাসি আইন অনুসারে গৃহীত হয়েছে। সেখানে বলা হয়েছে, “এ বছর কান চলচ্চিত্র উৎসব তার দীর্ঘকাল ধরে চলে আসা কিছু নিয়ম স্পষ্ট করেছে। পোশাক নিয়ন্ত্রণের উদ্দেশ্য নয়, বরং অনুষ্ঠানের কাঠামো ও ফরাসি আইন অনুসারে লাল গালিচায় পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করা হয়েছে।”
এছাড়া, যারা অতিরিক্ত বড় বা দীর্ঘ পোশাক পরবেন, তাদের চলাচলে সমস্যা হতে পারে এবং থিয়েটারে বসার জায়গা জটিল হয়ে উঠতে পারে। এর ফলে, কানের আয়োজকরা স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই ধরনের পোশাক পরা অতিথিদের উৎসবে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। একইভাবে, গালা স্ক্রিনিং চলাকালে বড় ব্যাগ, টোট ব্যাগ বা ব্যাকপ্যাকও নিষিদ্ধ করা হয়েছে।
এই নতুন নিয়মের মাধ্যমে কান কর্তৃপক্ষ উৎসবে ভিড়ের মধ্যে সাবলীল চলাচল ও পরিবেশ বজায় রাখতে চায়, পাশাপাশি ফরাসি আইন ও সনদ অনুসারে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চায়। এটি প্রমাণ করে, যে সমস্ত উৎসবের মাধ্যমে পৃথিবীজুড়ে বার্তা পৌঁছানো হয়, সেখানে নিয়ম এবং শৃঙ্খলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখন অপেক্ষা, কানের লাল গালিচায় তারকারা কিভাবে তাদের নতুন সাজপোশাকের মাধ্যমে এই নতুন নিয়মের সাথে মানিয়ে চলবেন।