বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা: পর্যটকদের ওপর গুলিবর্ষণে অন্তত ২০ জন নিহতের আশঙ্কা

কাশ্মীর

ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে মঙ্গলবার সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে অন্তত ২০ জন পর্যটকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর এটি অন্যতম ভয়াবহ হামলা।

হামলাটি ঘটে পাহেলগামে—এক মনোরম ও পাহাড়ঘেরা পর্যটন কেন্দ্র, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি সহিংসতা কিছুটা কমে আসায় গ্রীষ্মকালে পর্যটনের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনটি আলাদা নিরাপত্তা সূত্রের একজন জানান, নিহতের সংখ্যা ২০; অন্য একজন বলেন ২৪; আরেকজন দাবি করেন ২৬ জন নিহত হয়েছেন। এদের প্রত্যেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন, কারণ তারা গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতিপ্রাপ্ত নন।

এক প্রত্যক্ষদর্শী ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়া টুডে-কে বলেন, “গুলির শব্দ আমাদের সামনেই শোনা যায়। শুরুতে আমরা ভেবেছিলাম কেউ বাজি ফুটাচ্ছে। কিন্তু যখন মানুষের চিৎকার শুনি, তখনই আমরা দৌড়ে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচাই।”

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, “চার কিলোমিটার পর্যন্ত থামিনি… এখনো কাঁপছি।”

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানায়, হামলাটি হয় মূল রাস্তা থেকে কিছুটা দূরে একটি খোলা চারণভূমিতে এবং এতে দুই থেকে তিনজন জঙ্গি অংশ নেয় বলে এক সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, “নিহতের নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি, তাই সে বিষয়ে কিছু বলতে চাই না। তবে এটুকু বলা যায়, সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এমন বড় ধরনের হামলা আর দেখা যায়নি।”

ভুক্তভোগীদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

“কাশ্মীর রেজিস্ট্যান্স” নামে একটি কম পরিচিত জঙ্গি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করে। তারা জানায়, গত দুই বছরে অঞ্চলটিতে ৮৫,০০০’রও বেশি “বহিরাগত” বসতি স্থাপন করেছে, যা “জনসংখ্যাগত পরিবর্তন” ঘটাচ্ছে।

তাদের বিবৃতিতে বলা হয়, “ফলে, যারা অবৈধভাবে বসতি গড়তে আসছে, তাদের লক্ষ্য করেই সহিংসতা চালানো হবে।”

এই মাসের শুরুতে জম্মু ও কাশ্মীরের সরকার রাজ্য বিধানসভাকে জানিয়েছিল, গত দুই বছরে প্রায় ৮৪,০০০ অ-স্থানীয় নাগরিককে স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ এক পোস্টে বলেন, “এই জঘন্য হামলার পেছনে যারা আছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে… তাদের রেহাই দেওয়া হবে না! তাদের দুষ্ট উদ্দেশ্য কখনো সফল হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই অটল এবং আরও শক্তিশালী হবে।”

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তিনি কাশ্মীর যাচ্ছেন নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন।

হিমালয়ান এই অঞ্চলটি ১৯৮৯ সাল থেকে শুরু হওয়া ভারতবিরোধী সশস্ত্র বিদ্রোহের কারণে দীর্ঘদিন ধরেই সহিংসতার শিকার হয়ে আসছে। কয়েক দশকের মধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যদিও সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা অনেকটাই হ্রাস পেয়েছে।

২০১৯ সালে ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে—জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এর ফলে স্থানীয় প্রশাসন বাইরের বাসিন্দাদের জমি কেনা ও চাকরি পাওয়ার অধিকার দেওয়ার সুযোগ পায়।

এই পদক্ষেপের কারণে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও অবনতির দিকে যায়। কাশ্মীর নিয়ে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ ও সামরিক সংঘাত চলে আসছে।

কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে হামলার ঘটনা এখন বিরল। সর্বশেষ বড় ধরনের হামলা ঘটে ২০২৪ সালের জুনে, যখন এক জঙ্গি হামলার কারণে হিন্দু তীর্থযাত্রী বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। সেই ঘটনায় অন্তত ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন।

ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর মতে, অতীতে অনেক বড় জঙ্গি হামলা বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের ভারত সফরের সময় ঘটেছিল, যাতে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ আনা যায়।

মঙ্গলবারের এই হামলাটি ঘটলো এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতে চার দিনের ব্যক্তিগত সফরে রয়েছেন।

আরও পড়ুন

বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্যে একটি মানবিক আবেদন জানিয়েছে। এই আবেদনটি দেশের এক ভীতিকর পরিস্থিতি তুলে ধরছে, যা ২০২৪ সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশে ঘটেছিল। বাংলাদেশের নাগরিকরা বলছেন, তাদের দেশের ইতিহাসে এই সহিংসতা ছিল একটি আন্তর্জাতিক চক্রান্তের ফল, যা বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক শক্তির সহায়তায় সংঘটিত হয়েছে। এফ এম শাহীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার নদী রক্ষার জন্য সরকারের সেতু নির্মাণ পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে প্রশ্ন তুলেছেন, নদীর ওপর নির্মিত বড় সেতুগুলোর প্রভাব কী হবে, এবং এর ফলে নদীগুলোর অবস্থা আরও খারাপ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নামে সরকার একটি ‘সার্কাস’ আয়োজন করছে। তার মতে, বিদেশি বিনিয়োগ আগের চেয়ে কমে যাওয়ার পরও সরকার শোডাউন করছে, যা বাস্তবতার সঙ্গে মিলছে না। তিনি ১৩ই মে, জাতীয় প্রেসক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত

ঢাকা, শনিবার: দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। আজ শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। ইসহাক দার এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে দেওয়া এক বার্তায় বলেন, ‘পাকিস্তান সবসময়ই এ অঞ্চলে শান্তি

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের একাধিক স্থানে ভারতের সামরিক বাহিনীর চালানো ‘অপারেশন সিন্দুর’ ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে হিন্দু তীর্থযাত্রীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কী ঘটেছে ‘অপারেশন সিন্দুর’-এ? বুধবার রাতভর ভারতের সামরিক

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত গত রাতে ‘অপারেশন সিঁন্দুর’ নামের একটি সামরিক অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের মতে, এই হামলা শুধুই সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। কিন্তু পাকিস্তান একে আখ্যা দিয়েছে

নয়াদিল্লি, ৭ মে: কাশ্মীর নিয়ে উত্তেজনার মাঝে ভারত বুধবার ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালায়। পাকিস্তান এই হামলাকে “খোলামেলা যুদ্ধ ঘোষণার সামিল” বলে আখ্যা দিয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালায়, যেখানে ‘সন্ত্রাসবাদী অবকাঠামো’ গড়ে তোলা হয়েছে এবং যেখান থেকে এপ্রিলের

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের তৃতীয় বছরে এসে রুশ বাহিনীর প্রাণহানির হার নতুন মাত্রায় পৌঁছেছে। বিবিসি রুশ সার্ভিসের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে রুশ সেনাদের প্রতি বর্গকিলোমিটার এলাকা দখলের জন্য গড়ে ২৭ জন করে সেনাকে প্রাণ দিতে হয়েছে। এই হিসাব নির্ধারিত হয়েছে ২০২৪ সালে অনুমিতভাবে ১ লাখ ১২

লন্ডন/নয়াদিল্লি, ৭ মে ২০২৫ — যুক্তরাজ্য ও ভারত মঙ্গলবার বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কনীতির প্রেক্ষিতে বিশ্ববাজারে সৃষ্ট অস্থিরতা এই দুই দেশকে দ্রুত চুক্তির পথে এগিয়ে যেতে তাগিদ দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্বের পঞ্চম ও ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির এই চুক্তি তিন বছর

নয়াদিল্লি, ৭ মে ২০২৫ — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের পানি যা আগে দেশের বাইরে চলে যেত, এখন থেকে তা শুধুমাত্র দেশের প্রয়োজনেই ব্যবহৃত হবে। পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের পানি ভাগাভাগির চুক্তি স্থগিত করার কয়েক দিনের মাথায় এই মন্তব্য করেন তিনি। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে মোদি বলেন, “আগে ভারতের পানি বাইরেও চলে

ওয়াশিংটন, মঙ্গলবার — প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর বোমাবর্ষণ বন্ধ করবে যুক্তরাষ্ট্র। তিনি জানান, হুতিরা গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের শিপিং লেনগুলোতে হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্পের ঘোষণার পর ওমান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে তারা। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর হুতিদের নীতিতে

কানাডার প্রাক্তন ব্যাংক গর্ভনর এবং রাজনীতিতে দ্রুত জনপ্রিয়তা অর্জন করা মার্ক কার্নি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন। যুক্তরাষ্ট্রে এই উচ্চ-প্রোফাইল বৈঠকটি ছিল অনেকাংশেই প্রতীকী, তবে আলোচনার ভাষা ছিল বেশ সরাসরি। বৈঠক শেষে কার্নি সাংবাদিকদের বলেন, “আমি একটাই বিষয় স্পষ্ট করে দিতে চাই—কানাডা কখনো বিক্রির জন্য নয়। আমাদের