শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

এবার কান মাতাবে যেসব সিনেমা

প্রতিবেদক

এবার কান মাতাবে যেসব সিনেমা

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত সিনেমাগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন এই উৎসবটি আগামী ১৩ থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ফ্রান্সের কান শহরে। এবারের আসরের জন্য নির্বাচিত ছবির তালিকা বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্যারিসে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন উৎসব সভাপতি আইরিস নোবলোখ ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো।

এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এতে রয়েছে বিশ্বখ্যাত নির্মাতাদের পাশাপাশি বেশ কিছু প্রতিশ্রুতিশীল নতুন পরিচালকের অভিষেক চলচ্চিত্রও। এই বিভাগের ছবিগুলোর মধ্যে রয়েছে ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফিনিশিয়ান স্কিম’, আরি অ্যাস্টারের ‘এডিংটন’, দারদেন ভাইদের ‘জ্যুন মেয়ের’, জুলিয়া দুকোর্নোর ‘আলফা’, হায়াকাওয়া চিয়ের ‘রেনোয়ার’, অলিভার হারমানাসের ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’, হাফসিয়া হারজির ‘লা পেতিত দার্নিয়ের’, অলিভার লাক্সের ‘সিরাত’, রিচার্ড লিঙ্কলেটারের ‘নিউ ওয়েভ’, সের্গেই লোজনিত্সার ‘টু প্রসিকিউটরস’, মারিও মার্তোনের ‘ফুয়োরি’, ক্লেবার মেন্ডোনসা ফিলোর ‘ও সেক্রেতো আজেন্তে’, ডমিনিক মলের ‘দোসিয়ে ১৩৭’, জাফর পানাহির ‘অঁ সিম্পল আসিদঁ’, কেলি রেইচার্ডের ‘দ্য মাস্টারমাইন্ড’, তারিক সালেহর ‘ওইগলস অব দ্য রিপাবলিক’, মাসচা শিলিনস্কির ‘সাউন্ড অব ফলিং’, কারলা সিমোনের ‘রোমেরিয়া’ এবং জোয়াকিম ট্রিয়েরের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছে বিভিন্ন দেশের নতুন ও বিকল্প ধারার চলচ্চিত্র। এখানে দেখা যাবে দিয়েগো সেসপেদেসের ‘লা মিস্তেরিওসা মিরাদা দেল ফ্লামেঙ্কো’, হুবার শারুয়েলের ‘মেতেওরস’, আকিনোলা ডেভিস জুনিয়রের ‘মাই ফাদার্স শ্যাডো’, স্তেফান দেমুস্তিয়েরের ‘ল্যাঁকোনু দ্য লা গ্রঁদ আর্শ’, হ্যারিস ডিকিনসনের ‘আর্চিন’, নীরজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’, ইশিকাওয়া কেইয়ের ‘তোই ইয়ামানামিনো হিকারি’, স্কারলেট জোহানসনের ‘এলেনর দ্য গ্রেট’, জুজানা কির্চনারোভার ‘কারাভান’, হ্যারি লাইটনের ‘পিলিয়ন’, মোরাদ মোস্তাফার ‘আইশা ক্যান্ট ফ্লাই অ্যাওয়ে’, আরব ও তারজান নাসেরের ‘ওয়ান্স আপন আ টাইম ইন গাজা’, চার্লি পোলিঞ্জারের ‘দ্য প্লেগ’, এরিজ সেহিরির ‘প্রমিসড স্কাই’, ফ্রানচেস্কো সোসাইতের ‘লে চিত্তা দি পিয়ানুরা’ এবং মাত্তেও জপ্পিস ও আলেস্সিও রিগো দে রিঘির ‘তেস্তা ও ক্রোচে?’।

প্রতিযোগিতার বাইরের বিভাগেও দেখা যাবে বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র। এর মধ্যে আছে সেদ্রিক ক্লাপিশের ‘কালারস অব টাইম’, থিয়েরি ক্লিফার ‘লা ফেম লা প্লু রিশ দু মন্ড’, ক্রিস্টোফার ম্যাককুয়ারির ‘মিশন ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং’ এবং রেবেকা জ্লতোভস্কির ‘ভি প্রিভে’।

মাঝরাতের বিশেষ প্রদর্শনী বিভাগে রয়েছে ইয়ান গোজলানের ‘ড্যালোয়ে’, কাওয়ামুরা জেনকির ‘এক্সিট ৮’ এবং ম্যাক জুনোর ‘ফেং লিন হু শান’।

কান প্রিমিয়ার বিভাগে নির্বাচিত হয়েছে ফাতিহ আকিনের ‘আমরুম’, মাইকেল অ্যাঞ্জেলো কোভিনোলা ও সেবাস্তিয়ান লেলিওর ‘স্প্লিটসভিল’, আলেক্স লুটজের ‘কনেমারা’, রাউল পেকের ‘অরওয়েল: ২+২=৫’ এবং কিরিল সেরেব্রেনিকভের ‘দাস ফেরশভিন্ডেন’।

বিশেষ প্রদর্শনী বিভাগে থাকছে বোনোর ‘স্টোরিজ অব সারেন্ডার’, রোমেন বোহরিঞ্জারের ‘টেল হার দ্যাট আই লাভ হার’ এবং সিলভাঁ শোমের ‘আ ম্যাগনিফিসেন্ট লাইফ’।

এ বছর উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে আমেলি বোনাঁ পরিচালিত ‘পার্তির উঁ জুর’, যা প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে। এই চলচ্চিত্রটি তার অভিষেক পরিচালনা।

এছাড়া, উৎসবের প্রথম দিনেই আজীবন সম্মাননা ‘সম্মানসূচক পাম দ’র’ প্রদান করা হবে মার্কিন কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক রবার্ট ডি নিরোকে। উৎসবের দ্বিতীয় দিন গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হাজির থাকবেন হলিউড তারকা টম ক্রুজ, যেদিন প্রদর্শিত হবে তার নতুন সিনেমা ‘মিশন ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং’।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজনেও বিভিন্ন ধারা, সংস্কৃতি ও নতুন কণ্ঠকে তুলে ধরার মাধ্যমে বৈচিত্র্যময় এক সিনেমার অভিজ্ঞতা পেতে যাচ্ছে দর্শকরা।

আরও পড়ুন

ফ্রান্সের রিভিয়েরায় জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। তবে গাজায় ইসরায়েলি হামলা নিয়ে কানের নীরবতায় উদ্বোধনের আনন্দে বিতর্ক তৈরি করেছে। উৎসবের শুরুতেই বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের বহু প্রভাবশালী ব্যক্তিত্ব কানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করছেন, একটি আন্তর্জাতিক উৎসব হিসেবে কান কর্তৃপক্ষের উচিত ছিল গাজায় চলমান মানবিক

সিনেমাটিতে ইসলামিক কোনো গল্পও নেই। ইসলাম নিয়ে কোনোরকম নেতিবাচক বার্তাও এতে দেয়া হয়নি। সেদিক থেকে বলা যায়, সিনেমাটির কোনো দোষ ছিল না। শুধুমাত্র ইসলামি শব্দ হওয়ার অপরাধে ইসলামিক উগ্রবাদীদের ভয়ে বদলে ফেলা হয়েছে বাংলাদেশের একটি সিনেমার নাম। সেটিও আবার সরকারি অনুদানের সিনেমা। ঘটনাটি ঘটেছে পরিচালক রাখাল সবুজের সিনেমার সঙ্গে। সিনেমাটি

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব। তার হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে নাড়া দিয়েছিল মানবতাবাদী বিবেককে। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করছেন তিউনিসিয়ার খ্যাতনামা নির্মাতা কাউথার বেন হানিয়া। ভ্যারাইটি জানিয়েছে, সিনেমাটি নির্মাণে যুক্ত হয়েছেন অস্কারজয়ী প্রযোজক ওডেসা রে

আজ রাতে ফ্রেঞ্চ রিভেরার নীল সমুদ্রের পাড়ে পর্দা উঠছে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় প্রদর্শনী কান চলচ্চিত্র উৎসব-২০২৫ এর। তবে এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবাদ সামনে এসেছে। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের ৩৮০ জন তারকা। এদের মধ্যে রয়েছেন

পর্দার তারকাদের অংশগ্রহণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটানস। দলটি ১৩৮ রানের টার্গেট তাড়া করে ৯ উইকেটে জয় লাভ করে। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচটি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এবং রাত ১০টায় শেষ হয়। গিগাবাইট টাইটানসের দলটি ছিল একদম

বর্তমান ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে পাকিস্তানি তারকাদের বয়কটের ডাক উঠেছে। এই দাবির পরিপ্রেক্ষিতে, সনম তেরি কসম ২ সিনেমার নির্মাতারা বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইন কে সিনেমা থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। নির্মাতা রাধিকা রাও ও বিনয় সাপ্রু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, ‘‘দেশ,

পাক-ভারত যুদ্ধের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিভিন্ন তারকা। যদিও বেশিরভাগ তারকা যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, তেমন কিছু তারকা যুদ্ধবিরোধী অবস্থানও নিয়েছেন। তবে বলিউডের সুপারস্টার শাহরুখ খান পুরোপুরি নিশ্চুপ ছিলেন। যুদ্ধবিরতির পরও এই পরিস্থিতি তার আসন্ন সিনেমার শুটিংয়ে প্রভাব ফেলতে যাচ্ছে। শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা কিং এর শুটিং আগামী ১৬

ফ্রান্সের কান শহরে আজ (১৩ মে) থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র উৎসব, কান চলচ্চিত্র উৎসব এর ৭৮তম আসর। তবে এবারের উৎসবে কিছু নতুন নিয়মের ঘোষণা দেওয়া হয়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবার থেকে কানে লাল গালিচায় নগ্নতা এবং অতিদীর্ঘ পোশাক নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের বড় বড় চলচ্চিত্র

বলিউডের ইতিহাসের দুটি অন্যতম আইকনিক সিনেমা থ্রি ইডিয়টস (২০০৯) এবং পিকে (২০১৪)-এর সাফল্যের পর দীর্ঘ ১১ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন পরিচালক রাজকুমার হিরানি এবং অভিনেতা আমির খান। এই দুই সুপারস্টারের পুনর্মিলনীর অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে, কারণ সূত্রে জানা গেছে, তাদের মধ্যে তৃতীয় প্রজেক্ট নিয়ে আলোচনা বেশ

আগামী পহেলা বৈশাখে ছায়ানট তাদের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এবার ‘আলোর পথে মুক্তির আহ্বান’ শিরোনামে হবে আয়োজন। এ উপলক্ষে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছরের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এবারের আয়োজনের মূল ভাবনা—‘আমার মুক্তি আলোয় আলোয়’। সম্মেলনের শুরুতেই সমবেত কণ্ঠে