বর্তমান ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে পাকিস্তানি তারকাদের বয়কটের ডাক উঠেছে। এই দাবির পরিপ্রেক্ষিতে, সনম তেরি কসম ২ সিনেমার নির্মাতারা বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইন কে সিনেমা থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
নির্মাতা রাধিকা রাও ও বিনয় সাপ্রু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, ‘‘দেশ, রাজ্য, বাসিন্দাদের উপর যেকোনো ধরনের সন্ত্রাসই ঘৃণ্য। পাকিস্তানের যেসব তারকারা ভারতে কাজ করেছেন এবং ভালোবাসা পেয়েছেন, তাদের নীরবতা আমাদের কাছে যন্ত্রণাদায়ক। এমনকি কিছু তারকা ভারতের পদক্ষেপের সমালোচনা করেছেন। আমরা সবসময় সরকারের সিদ্ধান্তের পাশে আছি, কারণ দেশই সর্বাগ্রে। জয় হিন্দ।’’
এছাড়া, পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইন ভারতের কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় শোক প্রকাশ করলেও সরাসরি হামলার প্রসঙ্গটি উল্লেখ করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের প্রতি শোক প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘‘নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সন্ত্রাসবাদী কর্মকাণ্ড একজনের বিরুদ্ধে হলেও তা আমাদের সবার উপর আঘাত হানার সমান। এই পৃথিবীতে এমন কেন ঘটছে?’’
তবে ভারতীয় সিনেমার দর্শক ও শিল্পী মহলে পাকিস্তানি তারকাদের প্রতি বিরক্তি বাড়ছে। অভিনেতা হর্ষবর্ধন রানে স্পষ্টভাবেই জানিয়েছিলেন, তিনি পাকিস্তানি অভিনেতাদের সঙ্গে কোনো সিনেমায় কাজ করতে রাজি নন। এরপরেই সনম তেরি কসম 2 সিনেমা থেকে মাওরা হুসাইনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, সনম তেরি কসম 2 সিনেমার শুটিং শীঘ্রই শুরু হওয়ার কথা ছিল এবং সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার পরিকল্পনা ছিল। তবে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইনকে বাদ দেওয়ার কারণে সিনেমার পরিবেশনা ও মুক্তি তারিখে কিছুটা পরিবর্তন আসতে পারে।
ভারতীয় চলচ্চিত্র মহলে এখন বিতর্কের ঝড় উঠেছে, আর এটি রাজনৈতিক পরিস্থিতির প্রভাবেই হতে চলেছে।