নয়াদিল্লি, ৭ মে ২০২৫ — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের পানি যা আগে দেশের বাইরে চলে যেত, এখন থেকে তা শুধুমাত্র দেশের প্রয়োজনেই ব্যবহৃত হবে। পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের পানি ভাগাভাগির চুক্তি স্থগিত করার কয়েক দিনের মাথায় এই মন্তব্য করেন তিনি।
নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে মোদি বলেন, “আগে ভারতের পানি বাইরেও চলে যেত। এখন ভারতের পানি ভারতের ভাগেই বয়ে যাবে এবং ভারতেই ব্যবহৃত হবে।” যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
গত মাসে জম্মু ও কাশ্মীরের এক ঘটনায় ২৬ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হওয়ার পর ভারত ১৯৬০ সালের ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করে। ভারত দাবি করেছে, ওই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে এবং হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক।
ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বিশ্ব সম্প্রদায় উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
ভারত ও পাকিস্তান, দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশ, সিন্ধু নদ এবং এর উপনদীগুলোর পানির ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধে রয়েছে। এই নদীগুলো ভারতের ভেতর দিয়ে বয়ে পাকিস্তানে প্রবেশ করে, যেখানে এর পানি কৃষিকাজসহ নানা খাতে ব্যবহৃত হয়।
বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত ‘সিন্ধু পানি চুক্তি’ অনুযায়ী, উভয় দেশ পানির প্রবাহ নিয়ন্ত্রণ ও বণ্টনে সম্মত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী পাকিস্তান তার কৃষিজমির প্রায় ৮০ শতাংশ পানির সরবরাহ পেত।
তবে গত মাসে ভারত জানিয়েছে, পাকিস্তান “সীমান্তপাড়ি সন্ত্রাসবাদে” সমর্থন বন্ধ না করা পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ইসলামাবাদ সতর্ক করে বলেছে, তাদের পানির প্রবাহ বন্ধ বা বাধাগ্রস্ত করা হলে তা “যুদ্ধ ঘোষণার সমান” বলে বিবেচিত হবে।
রয়টার্স জানিয়েছে, ভারত ইতিমধ্যে কাশ্মীর অঞ্চলে চারটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ দ্রুততর করেছে এবং দুটি বিদ্যমান প্রকল্পে জলাধার ধারণক্ষমতা বাড়ানোর কাজ শুরু করেছে।