জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোকবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক। এই নৃশংস হামলায় আরও অনেকেই আহত হয়েছেন।
রুশ প্রেসিডেন্ট পুতিন তাঁর বার্তায় বলেন, “এই নৃশংস অপরাধের কোনো ন্যায়সঙ্গত ব্যাখ্যা হতে পারে না। আমরা আশা করি, এই হামলার সংগঠক ও অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে।”
তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিহতদের স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
এই শোকবার্তার মাধ্যমে রাশিয়া ভারতের পাশে থাকার বার্তা দিল, বিশেষ করে সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশের মধ্যে আরও গভীর সহযোগিতার ইঙ্গিত মিলল।