শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ

প্রতিবেদক

কান

আজ রাতে ফ্রেঞ্চ রিভেরার নীল সমুদ্রের পাড়ে পর্দা উঠছে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় প্রদর্শনী কান চলচ্চিত্র উৎসব-২০২৫ এর। তবে এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবাদ সামনে এসেছে। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের ৩৮০ জন তারকা।

এদের মধ্যে রয়েছেন শিন্ডলার্স লিস্ট খ্যাত অভিনেতা রেফ ফাইঞ্জ, হলিউডের সুপারস্টার রিচার্ড গিয়ার, অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারেনডন, স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভার, মার্কিন তারকা মার্ক রাফালো, স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম, এবং ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজার। চিঠিতে তাদের স্পষ্ট বক্তব্য ছিল, “গাজায় গণহত্যা চলছে, আমরা আর চুপ থাকতে পারি না।”

এছাড়া, কান চলচ্চিত্র উৎসবের এবারের জুরিবোর্ডের প্রধান, ফ্রান্সের জনপ্রিয় অভিনেত্রী জুলিয়েট বিনোশও চিঠিতে স্বাক্ষর করেছেন। ২৫ বছর বয়সী ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতেমা হাসুনার হত্যার নিন্দা জানিয়ে চিঠিতে বলা হয়, “ফাতেমা হাসুনার মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সকলের জন্য একটি কলঙ্ক। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াতে হবে।” হাসুনাকে নিয়ে নির্মিত ইরানি প্রামাণ্যচিত্র ‘পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ এই সপ্তাহে কানে প্রিমিয়ার হতে যাচ্ছে।

এছাড়া, নির্মাতা সেপিদেহ ফারসি কান আয়োজকদের প্রতি আহ্বান জানান, তারা যেন গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেন এবং প্রতিবাদ জানান।

আজ মঙ্গলবার, কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব, যা ২৪ মে পর্যন্ত চলবে। এবারের উৎসবটি শুধু চলচ্চিত্রের প্রদর্শন নয়, বরং রাজনীতি, সামাজিক আন্দোলন, যুদ্ধ এবং নারীর কণ্ঠস্বর নিয়ে এক বড় আলোচনা শুরু করবে।

উৎসবের উদ্বোধনী দিনে ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিয়ে দুটি প্রামাণ্যচিত্র এবং যুদ্ধক্ষেত্রে ধারণকৃত একটি ছবি। এই প্রদর্শনী আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ইউক্রেন ডে’

গাজা যুদ্ধ নিয়ে যদিও কোনো বড় পরিকল্পনা প্রকাশ পায়নি, তবে ফিলিস্তিনি নির্মাতা আরব ও তারজান নাসারের একটি কল্পকাহিনীও উৎসবের সেকেন্ডারি বিভাগে প্রদর্শিত হবে। তাছাড়া, হাসুনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ স্মৃতির প্রতি সম্মান জানানোর অংশ হিসেবে প্রদর্শিত হবে।

উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে ফরাসি পরিচালক অ্যামেলি বোনাঁর ‘লিভ ওয়ান ডে’। আর, উৎসবের এক বিশেষ মুহূর্তে হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরোকে দেওয়া হবে সম্মানসূচক পুরস্কার পাম দি’অর বা স্বর্ণপাম

এদিকে, হলিউড সুপারস্টার টম ক্রুজও ফিরছেন তার নতুন ছবি ‘মিশন ইম্পসিবল’ এর শেষ পর্বের প্রিমিয়ারে। এর আগে ২০২২ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমা নিয়ে কানে অংশ নিয়েছিলেন তিনি।

এ বছর কানের উৎসব শুধু চলচ্চিত্রপ্রেমীদের জন্যই নয়, বরং বিশ্বের বৃহত্তম রাজনৈতিক ও সামাজিক বার্তা শোনানোরও একটি মঞ্চ হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন

ফ্রান্সের রিভিয়েরায় জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। তবে গাজায় ইসরায়েলি হামলা নিয়ে কানের নীরবতায় উদ্বোধনের আনন্দে বিতর্ক তৈরি করেছে। উৎসবের শুরুতেই বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের বহু প্রভাবশালী ব্যক্তিত্ব কানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করছেন, একটি আন্তর্জাতিক উৎসব হিসেবে কান কর্তৃপক্ষের উচিত ছিল গাজায় চলমান মানবিক

সিনেমাটিতে ইসলামিক কোনো গল্পও নেই। ইসলাম নিয়ে কোনোরকম নেতিবাচক বার্তাও এতে দেয়া হয়নি। সেদিক থেকে বলা যায়, সিনেমাটির কোনো দোষ ছিল না। শুধুমাত্র ইসলামি শব্দ হওয়ার অপরাধে ইসলামিক উগ্রবাদীদের ভয়ে বদলে ফেলা হয়েছে বাংলাদেশের একটি সিনেমার নাম। সেটিও আবার সরকারি অনুদানের সিনেমা। ঘটনাটি ঘটেছে পরিচালক রাখাল সবুজের সিনেমার সঙ্গে। সিনেমাটি

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব। তার হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে নাড়া দিয়েছিল মানবতাবাদী বিবেককে। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করছেন তিউনিসিয়ার খ্যাতনামা নির্মাতা কাউথার বেন হানিয়া। ভ্যারাইটি জানিয়েছে, সিনেমাটি নির্মাণে যুক্ত হয়েছেন অস্কারজয়ী প্রযোজক ওডেসা রে

পর্দার তারকাদের অংশগ্রহণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটানস। দলটি ১৩৮ রানের টার্গেট তাড়া করে ৯ উইকেটে জয় লাভ করে। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচটি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এবং রাত ১০টায় শেষ হয়। গিগাবাইট টাইটানসের দলটি ছিল একদম

বর্তমান ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে পাকিস্তানি তারকাদের বয়কটের ডাক উঠেছে। এই দাবির পরিপ্রেক্ষিতে, সনম তেরি কসম ২ সিনেমার নির্মাতারা বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইন কে সিনেমা থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। নির্মাতা রাধিকা রাও ও বিনয় সাপ্রু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, ‘‘দেশ,

পাক-ভারত যুদ্ধের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিভিন্ন তারকা। যদিও বেশিরভাগ তারকা যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, তেমন কিছু তারকা যুদ্ধবিরোধী অবস্থানও নিয়েছেন। তবে বলিউডের সুপারস্টার শাহরুখ খান পুরোপুরি নিশ্চুপ ছিলেন। যুদ্ধবিরতির পরও এই পরিস্থিতি তার আসন্ন সিনেমার শুটিংয়ে প্রভাব ফেলতে যাচ্ছে। শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা কিং এর শুটিং আগামী ১৬

ফ্রান্সের কান শহরে আজ (১৩ মে) থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র উৎসব, কান চলচ্চিত্র উৎসব এর ৭৮তম আসর। তবে এবারের উৎসবে কিছু নতুন নিয়মের ঘোষণা দেওয়া হয়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবার থেকে কানে লাল গালিচায় নগ্নতা এবং অতিদীর্ঘ পোশাক নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের বড় বড় চলচ্চিত্র

বলিউডের ইতিহাসের দুটি অন্যতম আইকনিক সিনেমা থ্রি ইডিয়টস (২০০৯) এবং পিকে (২০১৪)-এর সাফল্যের পর দীর্ঘ ১১ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন পরিচালক রাজকুমার হিরানি এবং অভিনেতা আমির খান। এই দুই সুপারস্টারের পুনর্মিলনীর অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে, কারণ সূত্রে জানা গেছে, তাদের মধ্যে তৃতীয় প্রজেক্ট নিয়ে আলোচনা বেশ

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত সিনেমাগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন এই উৎসবটি আগামী ১৩ থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ফ্রান্সের কান শহরে। এবারের আসরের জন্য নির্বাচিত ছবির তালিকা বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্যারিসে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন উৎসব সভাপতি আইরিস নোবলোখ ও জেনারেল ডেলিগেট থিয়েরি

আগামী পহেলা বৈশাখে ছায়ানট তাদের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এবার ‘আলোর পথে মুক্তির আহ্বান’ শিরোনামে হবে আয়োজন। এ উপলক্ষে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছরের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এবারের আয়োজনের মূল ভাবনা—‘আমার মুক্তি আলোয় আলোয়’। সম্মেলনের শুরুতেই সমবেত কণ্ঠে